Household & Commercial Water Purifier
Filtration Media & Chemicals
Pump & Blower
Accessories
By Brand
গ্রীন ডট লিমিটেড ও এবিএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং তাদের সকল কনসার্ন ফিলিস্তিনে ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছে।
লাখ লাখ নিরীহ শিশু, মহিলা ও সাধারণ ফিলিস্তিনিরা মানবতার জীবন যাপন করছে ফিলিস্তিন যুদ্ধে। থাকার জায়গা নেই, খাবার নেই, এমন কি পানিও পাচ্ছে না। ইসরাইলের আগ্রাসনে তারা হারিয়েছে তাদের থাকার জায়গা। রাস্তায় খোলা আকাশের নিচে বেঁচে আছে জীবনের ঝুকি নিয়ে। যেকোনো সময়ে তাদের উপর হয় বোমা হামলা।
গ্রীন ডট লিমিটেড ও এবিএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং তাদের সকল কনসার্ন উদ্যোগ এবং প্রতিশ্রুতি দিয়েছে যে তাদের বিক্রয়কৃত প্রতিটি Heron Zi ওয়াটার পিউরিফায়ার মেশিন থেকে ১০০ টাকা করে যাবে ক্ষতিগ্রস্ত ফিলিস্তিনিদের সহায়তায় উদ্দেশ্যে।
এই অঙ্গীকার রাখার লক্ষ্যে ফিলিস্তিন অ্যাম্বাসেডর ইয়ুসুফ এস অয়াই রামাদান এর সাথে গ্রীন ডট লিমিটেড এবং এবিএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল্লাহ আল মামুন, হেড অব ব্র্যান্ড- আহসান আহমেদ মল্লিক, এবং হেড অব সেলস-মনোয়ার হোসেন এর এক বৈঠক অনুষ্ঠিত হয়।
সেখানে আলোচনা হয় ফিলিস্তিনিদের বর্তমান অবস্থা, কিভাবে কোন উপায়ে তাদের পাশে দাড়াতে পারে গ্রীন ডট লিমিটেড ও এবিএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং তাদের সকল কনসার্ন।
আলোচনার আলোকেই উল্লেখিত উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতি করে কোম্পানিটি।
তাদের এই মহান পদক্ষেপে ফিলিস্তিন অ্যাম্বাসেডর ইয়ুসুফ এস অয়াই রামাদান একাত্ত্বতা এবং সহযোগিতার আশ্বাস দিয়েছেন।
গ্রীন ডট লিমিটেড ও এবিএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং তাদের সকল কনসার্ন এই পদক্ষেপ নেওয়ার পিছনে তাদের সকল ভোক্তা, কাস্টোমার, ডিলার, ব্যাবসায়ীর সহযোগিতা, পরিশ্রম এবং মানসিক সাপোর্ট আশা করছে।
ভবিষ্যতেও গ্রীন ডট লিমিটেড ও এবিএম ইঞ্জিনিয়ারিং লিমিটেড এবং তাদের সকল কনসার্ন এ ধরনের ভালো কাজে মানুষের পাশে থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তাদের ম্যানেজিং ডাইরেক্টর আব্দুল্লাহ আল মামুন।