শিশুদের পানি পানে অভ্যস্ত করার উপায়.jpg

শিশুদের পানি পানে অভ্যস্ত করার উপায়

 

জীবনের প্রথম পাঠ যেমন শুরু হয় ঘর থেকে, ঠিক তেমনি, স্বাস্থ্যকর অভ্যাসের বীজও বপন হয় শৈশবে। আর এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ একটি অভ্যাস হলো নিয়মিত পানি পান করা। কিন্তু বাস্তবতায় আমরা দেখি, অনেক শিশুই পানি পানে অনাগ্রহী। তারা মিষ্টি পানীয় বা প্রক্রিয়াজাত যেকোনো পানীয়ের প্রতি বেশি আকৃষ্ট। অথচ পানি পানের এই ছোটো অভ্যাসের অভাবেই তার শরীরে দেখা দিতে পারে নানা সমস্যা হজমের জটিলতা, চর্মরোগ, এমনকি কিডনির জটিলতাও।

 

তাই, অভিভাবকদের দায়িত্বশীলতা ও ভালোবাসা এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শিশুদের পানি পানে অভ্যস্ত করার কাজটি কঠিন নয়, বরং একটু সৃজনশীলতা, মনোযোগ আর নিয়মিত চর্চার মাধ্যমেই তা সম্ভব।

 

কেন শিশুদের পর্যাপ্ত পানি পান জরুরি?

শিশুরা বড়দের তুলনায় তুলনামূলক শরীর থেকে বেশি পানি হারিয়ে থাকে খেলাধুলা, ঘাম, প্রস্রাব এবং নিঃশ্বাসের মাধ্যমে। শরীরের ভেতরের এই পানির ভারসাম্য রক্ষা করাই স্বাস্থ্যকর বৃদ্ধি, ত্বক, হজম আর একাগ্রতার জন্য জরুরি।

 

কৌশল ১ : গল্প দিয়ে শেখানো

শিশুরা গল্প ভালোবাসে। তাই পানি পানের গুরুত্ব বোঝাতে পারে পানির রাজা, জলপরী বা জলদস্যুর মতো গল্প বলা যেতে পারে। এক গ্লাস পানি মানেই যেনো রাজকীয় শক্তি! এমন ভাবনায় শিশু অনায়াসে হাত বাড়াবে পানির দিকে।

 

কৌশল ২ : পানির বিকল্প নয়, রঙিন বোতলে ভালোবাসা

রঙিন বোতল বা প্রিয় কার্টুন ক্যারেক্টারের ছবি দেওয়া পানির বোতল শিশুর আগ্রহ বাড়ায়। ব্যক্তিগত বোতলের প্রতি ভালোবাসা তৈরি হলে পানিও বেশি খায় তারা। সেইসঙ্গে, সোডা বা মিষ্টি জুস নয় বিশুদ্ধ পানিকে দিতে হবে সর্বোচ্চ গুরুত্ব। এজন্য, বাসাবাড়ি বা প্রতিষ্ঠানে ব্যবস্থা করতে হবে বিশুদ্ধ পানির।

 

কৌশল ৩ : রুটিন তৈরি করা

সকালে ঘুম থেকে উঠে, স্কুলে যাওয়ার আগে, খেলাধুলার পর, খাবার আগে এই সময়গুলোতে পানি পানের অভ্যাস গড়ে তোলার অত্যন্ত প্রয়োজন। নিয়ম করে পানি পান করানো হলে, ধীরে ধীরে তা স্থায়ী অভ্যাসে রূপ নেবে।

 

কৌশল ৪ : পানি-সমৃদ্ধ ফল খাবার তালিকায়

তরমুজ, শসা, কমলা, স্ট্রবেরি এসব ফলের মধ্যে যেমন আছে স্বাদ, তেমনি আছে প্রচুর পানি। ফলের মাধ্যমে শরীর পানিশূন্যতা থেকে রক্ষা পায়, আবার শিশুদেরও আনন্দ জাগে। সুস্বাস্থ্য রক্ষা হয় সহজেই।

 

কৌশল ৫ : আপনি পান করলেই শিশুও করবেই

শিশুরা অনুকরণপ্রিয়। আপনি যদি নিয়মিত পানি খান, টেবিলে পানি রাখেন, শিশুকে উৎসাহ দেন তাহলেই সে শিখে নেবে গুরুত্বপূর্ণ পাঠ: পানি শুধু দরকারি নয়, এটি জীবন।

 

শিশুদের অভ্যাস গড়ার গল্প সময়সাপেক্ষ, কিন্তু মূল্যবান

শিশুকে পানি পানের জন্য ধমক নয়, প্রয়োজন ধৈর্য আর উৎসাহ। মাঝে মাঝে তাকে নিজের হাতে পানি ঢেলে দিতে বলা, তাকে পানির সুপারহিরো খেতাব দেওয়া এই ছোটো ছোটো ভালোবাসায় বদলে যাবে অভ্যাস। তারা যেন বুঝতে শেখে, পানি শুধু তৃষ্ণা মেটায় না, জীবন রক্ষা করে।

 

একজন শিশুর স্বাস্থ্যকর জীবনের ভিত্তি গড়ে দিতে চাইলে, পানি পানকে গুরুত্ব দিতে হবে। বিশুদ্ধ পানি, পর্যাপ্ত পানি এই দুটো নিয়েই গড়ে উঠবে তার সুস্থ ভবিষ্যৎ। ফোঁটায় ফোঁটায় বিশুদ্ধতা নিয়ে আপনার হাতের পাশেই আছে Heron ফিল্টার। যত্ন, ভালোবাসা আর সচেতনতায় গড়ে উঠুক এক সুস্থ আগামী। 

Share